শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

১৮ জুন দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ জুন, ২০২১, ৬:২০ পিএম

আগামী ১৮ জুন থেকে ইউএস-বাংলা এয়ারলাইনস দুবাই-ঢাকা রুটে আবার ফ্লাইট শুরু করতে যাচ্ছে। করোনা বিধিনিষেধের কারণে প্রাথমিকভাবে সপ্তাহে একদিন দুবাই থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে। আজ বুধবার (৯ জুন) এয়ারলাইনসটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এতে বলা হয়, প্রতি শুক্রবার একটি ফ্লাইট দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৫টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবে।

১৮ জুন থেকে আটটি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসসহ মোট ১৬৪টি আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে দুবাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত করবে ইউ-এস বাংলা। যাত্রীদের করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণের বাধ্যবাধকতা আছে বলে জানিয়েছে ইউ-এস বাংলা।

সংস্থাটি দুবাই-ঢাকা রুট ছাড়াও বর্তমানে মাস্কাট-ঢাকা, দোহা-ঢাকা, কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন