বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চতুর্থ শিল্পবিপ্লবের সুফল পাচ্ছে বাংলাদেশে

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশে চতুর্থ শিল্পবিপ্লবের সুফল পাচ্ছে জনগণ। যার ফলে পাবলিক সার্ভিস ডেলিভারিতে উচ্চগতির নেটওয়ার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদীয়মান বিভিন্ন প্রযুুক্তির সংমিশ্রণে শিল্পোন্নয়ন, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আভ্যন্তরীণ বাজার সম্প্রসারণের মাধ্যমে জিডিপিতে এর প্রভাব পড়েছে। ২০১৯-২০ সালে দেশের জিডিপির প্রবৃদ্ধি ছিলো ৫ দশমিক ২৪। গতকাল বুধবার সকালে ‘ডিজিটাল বাংলাদেশে চতুর্থ শিল্পবিপ্লবের গুরুত্ব’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনে এ তথ্য জানান বিসিসি’র পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মোহাম্মদ এনামুল কবির। খুলনা বিসিসি’র কার্যালয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনা আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি’র) সদস্য মো. রেজাউল করিম।

প্রধান অতিথি বলেন, তথ্যপ্রযুক্তির অভূতপূর্ব বিকাশের মাধ্যমে যোগাযোগ খাতে যুগান্তকারী পরিবর্তন এসেছে। এটাকে এখন চতুর্থ শিল্পবিপ্লব বলা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশের সূচনা ২০০৯ সালে বর্তমান সরকারের হাতে। অধিকাংশ ক্ষেত্রে এখন ডিজিটাল সিস্টেমের প্রচলন মানব সম্পদ উন্নয়নে বড় ভূমিকা রাখছে। তিনি বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যোগ্যতার সাথে টিকে থাকতে হলে দক্ষতা বৃদ্ধির কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে অনলাইনে বিশেষ অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। স্বাগত জানান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল খুলনা আঞ্চলিক কার্যালয়ের ম্যানেজার (নেটওয়ার্ক অপারেশন) প্রকৌশলী শেখ মফিজুর রহমান। মূখ্য আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. রামেশ্বর দেবনাথ। সেমিনারে খুলনার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা অংশগ্রহণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন