শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পদ্মা নদীতে পোনা অবমুক্ত

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : দেশে মৎস্য চাষকে উৎসাহিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পদ্মা নদীতে মাছের পোনা অবমুক্ত করেছেন মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। গতকাল দুপুরের দিকে টি-বাঁধ এলাকায় পদ্মা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑরাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দীন আহমেদ, ডিসি (সদর) তানভীর হায়দার চৌধুরী, ডিসি (পশ্চিম) নাহিদুল ইসলাম, ডিসি (পূর্ব) আমির জাফর, ডিসি (পিওএম) তোফায়েল আহমেদ, ডিসি (সিটিএসবি) আবদুল্লাহ আল মামুনসহ মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে মাছের পোনা অবমুক্তকরণ উপলক্ষে পদ্মার পাড়ে একটি শোভাযাত্রা বের করা হয়।
এ সময় পদ্মা নদীতে মোট দুই মণ ৩০ কেজি বিভিন্ন ধরনের মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মধ্যে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন