শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জিয়ার স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদ জাবি জিয়া পরিষদের

প্রকাশের সময় : ২১ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মরণোত্তর স্বাধীনতা পদক প্রত্যাহারের প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় জিয়া পরিষদ। গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ জানান তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি স্বাধীনতার ঘোষক ও জেড ফোর্সের সফল অধিনায়ক বীরউত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পদক প্রত্যাহার করে জাতীয় জাদুঘর থেকে তা দ্রæত সরিয়ে নিয়েছে। এর মাধ্যমে সরকার তাদের রাজনৈতিক দেউলিয়াত্ব, হঠকারিতা এবং হীনমন্যতার পরিচয় দিয়েছে। অথচ যিনি জীবন বাজি রেখে সম্মুখ সমরে অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখে এদেশকে স্বাধীন করেছেন। তাঁর স্বাধীনতার পুরস্কার কোন দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধে বিশ^াসী সরকার এভাবে প্রত্যাহার করতে পারেনা। এ হীন অপকর্মের মাধ্যমে বর্তমান সরকার প্রমাণ করলো তরারা মুক্তিযোদ্ধাদের সম্মান করেনা। মুক্তিযুদ্ধের চেতনার কথা তাদের কাছে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার একটি সেøাগান মাত্র। তাই জিয়া পরিষদ জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় সরকারের এ নির্লজ্জ ও হঠকারী কর্মকাÐে হতবাক হয়ে গভীর ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে। একই সাথে স্বাধীনতা পুরস্কার প্রত্যাহরের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে জাতীয় যাদুঘরে তা পুনর্বহালের দাবি জানান।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন