বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনার উচ্চ ঝুঁকিতে থাকা ফুলতলা উপজেলায় ৭ দিনের কঠোর বিধিনিষেধ আরোপ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১০ জুন, ২০২১, ৬:৫৭ পিএম

করোনার উচ্চ ঝুঁকিতে থাকা খুলনার প্রবেশদ্বার ফুলতলা উপজেলায় ৭ দিনের কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসন ও করোনা প্রতিরোধ কমিটির উদ্যোগে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ইউএনও’র অফিস কক্ষে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় করোনার উর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে শুক্রবার (১১ জুন) থেকে আগামী ৭ দিন উপজেলার বাজার সমূহে কঠোর বিধি নিষেধ আরোপের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় কাঁচামাল, মুদি দোকান, সেলুন, চায়ের দোকান, মোবাইল ফ্লাক্সিলোডের দোকান সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে কোন অবস্থাতেই ৪ জনের বেশি জমায়েত হওয়া যাবে না এবং মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শেখ আকরাম হোসেন।কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস, ডাঃ তরিকুল ইসলাম, ওসি মোঃ মাহাতাব উদ্দিন, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, শরীফ মোহাম্মদ ভুঁইয়া শিপলু, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।এসময় উপজেলার ৪ ইউনিয়নে ব্যাপক প্রচারণা, কমিটি গঠনের মাধ্যমে মনিটরিং, আক্রান্তের বাড়িতে কঠোর লকডাউন ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন