বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নূরুল ইসলাম বিএসসির ছেলেসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

কর্ণফুলী গ্যাসের জিএমসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০২১, ১২:০৩ এএম

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লি:র (কেজিডিসিএল)র মহাব্যবস্থাপক (জিএম) মো. সারওয়ার হোসেন এবং ব্যবস্থাপক মো. মজিবুর রহমানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃগস্পতিবার সংস্থার চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যায়ের উপ-সহকারি পরিচালক মো মো. শরীফ উদ্দিন তাদের গ্রেফতার করেন। এর আগে এ দুই কর্মকর্তাসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় সরকারদলীয় সাবেক মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি’র ছেলে মুজিবুর রহমানকেও আসামি করা হয়। অন্য আসামিরা হলেন, সাবেক মহাব্যবস্থাপক (বিপণন) মোহাম্মদ আলী চৌধুরী, ট্রান্সমিশন ডিপার্টমেন্টের ব্যবস্থাপক মো. মজিবুর রহমান, টেকনিশিয়ান মো. দিদারুল আলম ও গ্যাস লাইনের অবৈধ গ্রাহক মো. মুজিবুর রহমান।

এজাহারে উল্লেখ করা হয়, সরকারি নির্দেশনায় বর্তমানে নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। তা সত্তে¡ও আদেশ অগ্রাহ্য করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে কেজিডিসিএল’র কতিপয় কর্মকর্তা বেআইনি গ্যাস সংযোগ দিয়ে চলেছেন। এজাহার উল্লেখিত আসামিরা অসৎ উদ্দেশ্যে পরষ্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে সরকারি আদেশ অমান্য করে আবাসিক খাতে নতুন ও বর্ধিত চুলায় গ্যাস সংযোগ বন্ধ থাকা অবস্থায় চট্টগ্রাম চঁন্দগাও থানা এলাকায় গ্যাস সংযোগ ও নতুন রাইজার নির্মাণের সুযোগ দিয়েছেন। এক্ষেত্রে তারা ভুয়া নাম ও ঠিকানা ব্যবহার করে ২২টি দ্বৈত চুলায় সংযোগ দিয়ে সরকারের আর্থিক ক্ষতি সাধন করেছেন-মর্মে দুদকের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। অথচ ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে সরকারি নির্দেশনায় আবাসিক খাতে নতুন করে গ্যাস সংযোগ প্রদান বন্ধ রয়েছে। দুদক সূত্র জানায়, গ্যাস কোম্পানিটির দুই কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন