বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাগেরহাটে ২৪ ঘন্টায় ০৬ জন করোনা আক্রান্ত ও ৪ জনের মৃত্যু

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ১:০৯ পিএম | আপডেট : ১:০৯ পিএম, ১২ জুন, ২০২১

বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় ২১ জনের নমুনা পরীক্ষায় ০৬ জন করোনা সনাক্ত ও ৪ জনের মৃত্যু হয়েছে। সনাক্তের হার ২১ দশমিক ৫৭ শতাংশ।
এদিকে জেলার মোংলা পোর্ট পৌরসভায় কঠোরতর বিধিনিষেধ বাস্তবায়নে ৩য় দিনে প্রবেশদ্বারে চেক পোষ্ট এর পাশপাশি উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃংখলা বাহিনীর সমন্বয় সচেতনতার পাশাপাশি স্বস্থ্যবিধি মানতে মোবাইল কোর্ট পরিচালনা করছে। আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত মোংলা পৌরসভায় অধিক কঠোরতর বিধিনিষেধ অব্যাহত থাকবে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা: কে এম হুমাউন কবীর বলেন, এপর্যন্ত জেলায় ৯ হাজার ৮৫৫ জনের নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে ২ হাজার ০৫২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৭ জনের। এখন সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন, বাকীরা হোমআইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। এসময়ের মদ্যে সুস্থ্য হয়েছেন ১৫১৫ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন