বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঢাকায় মিন্টু, সিলেটে হাবিব, কুমিল্লায় হাসেম আ.লীগের প্রার্থী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ১:৩৬ পিএম | আপডেট : ২:১৪ পিএম, ১২ জুন, ২০২১

জাতীয় সংসদের তিন আসনের উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শনিবার (১২ জুন) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়।


সভা শেষে দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের ৩টি আসনের উপ-নির্বাচনে যথাক্রমে ১৮৭ ঢাকা-১৪ আসনে শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি আগাখান মিন্টু, ২৩১ সিলেট-৩ আসনে জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমান এবং ২৫৩ কুমিল্লা-৫ আসনে বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম খানকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। এতে অংশ নেন মনোনয়ন বোর্ডের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, ড. মো. আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান, কাজী জাফরুল্লাহ ও আবদুস সোবহান গোলাপ।
সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ সংসদীয় আসনের উপ-নির্বাচনের ভোটের তারিখ পিছিয়ে ২৮ জুলাই নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে ১৪ জুলাই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

গত বৃহস্পতিবার (১০ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ৮২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসি সচিব মো. খন্দকার হুমায়ুন কবীর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
মোঃ+দুলাল+মিয়া ১২ জুন, ২০২১, ৫:২৪ পিএম says : 0
আপনারা সবাই দেখেন মিটিং সবাই মিলে এক সাথে বসে মিটিং করতেছে,ছাত্র ছাত্রীরা এই ভাবে ক্লাসে বসলে কি দোষ।
Total Reply(0)
Mohammed Jakariya Rashed ১২ জুন, ২০২১, ৫:৫৯ পিএম says : 0
এদেরকে তিন জনকে শপথ বাক্য পাঠ করিয়ে ভাগবাটোয়ারার সংসদে ডাইরেক্ট ডুকায় দেন,নির্বাচন নামের তামাশা পাবলিক আর দেখতে চাইনা।
Total Reply(0)
Alauddin Shimu ১২ জুন, ২০২১, ৫:৫৯ পিএম says : 0
ওনারা পাশ বাণীতে সিইসি হুদা
Total Reply(0)
Ala Uddin Khan ১২ জুন, ২০২১, ৫:৫৯ পিএম says : 0
নমিনেশন বোর্ডের নাম ঘোষণা মানেই বিজয়ী
Total Reply(0)
Helal Masud ১২ জুন, ২০২১, ৬:০০ পিএম says : 0
আওয়ামীলীগের প্রার্থী কেন বলিতেছন? বলুন আওয়ামী লীগের এমপি। টিকিট পাওয়া মানেই এরা ২০০% এমপি হয়ে গেছে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন