শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার যেসব শর্তে হজ করবেন ৬০ হাজার সউদীবাসী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ৭:০৫ পিএম

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে এবার হজে সীমাবদ্ধতা বা সংক্ষিপ্তকরণ নীতি আরোপ করেছে সউদী আরব। এবার শুধু সউদী নাগরিক ও সউদীতে থাকা মোট ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলমানকে নিয়ে হজ অনুষ্ঠিত হবে। শনিবার সউদী হজ এবং স্বাস্থ্যমন্ত্রী এই ঘোষণা দেন। এ ঘোষণার ফলে এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে অংশ না নিতে পারার বিষয়টি নিশ্চিত হলো। ফলে বাংলাদেশ থেকেও কেউ অংশগ্রহণ করতে পারবেন না এবারের হজ্বে। -আরব নিউজ

তবে সউদী আরবে অবস্থানরত ৬০ হাজার নাগরিককে হজে যেতে হলে মানতে হবে বেশকিছু শর্ত। হজ করতে ইচ্ছুক ব্যক্তিদের দুরারোগ্য কোনো অসুখ থাকা যাবে না। তাদের বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। হজ করতে ইচ্ছুকদের করোনার টিকার দুটি ডোজই নেওয়া থাকতে হবে, অথবা এক ডোজ নেওয়ার পর অন্তত ১৪ দিন পার হতে হবে। এ ছাড়া করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার পর যারা টিকা নিয়েছেন, তারাও হজ করার সুযোগ পাবেন। এবার আগামী জুলাইয়ের মাঝামাঝিতে হজ পালন শুরু হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন