শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুন, ২০২১, ৭:০৮ পিএম

গত কয়েকদিন ধরে রাজশাহী জেলায় করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। আগের দিন বিভাগে ৬৮২ জনের করোনা শনাক্ত হয়। এদিন ৩৩৭ জনের কম করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৬৪০ জনের। রাজশাহী জেলায় করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৫৫৬ জনের।

শনাক্তের বেশির ভাগ রাজশাহী মহানগর এলাকায় ৯ হাজার ৪৭৮ জন। বাঘা উপজেলায় ২২৪ জন, চারঘাট উপজেলায় ২৪৪ জন, পুঠিয়া উপজেলায় ২৩২ জন, দুর্গাপুর উপজেলায় ১৩৯ জন, বাগমারা উপজেলায় ১৯৭ জন, মোহনপুর উপজেলায় ১৯৭ জন, তানোর উপজেলায় ২১১ জন, পবা উপজেলায় ৩৮১ জন ও গোদাগাড়ীতে ২৫৩ জন।

জেলার ৯টি উপজেলায় ২০৭৮ জন শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় প্রথম করোনা শনাক্ত হয় ১২ এপ্রিল ও নগরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৫ মে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন