বুধবার , ৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৭ যিলক্বদ ১৪৪৪ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হাসপাতালে ঢুকে রোগীর গায়ে আগুন মধ্যপ্রদেশে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০২ এএম

ভারতের মধ্যপ্রদেশে দুব্যক্তি মারামারি করে আহত হয়ে একজন চিকিৎসা নিতে হাসপাতালে এসেছিলেন। কিন্তু সেখানেও রক্ষা হলো না। হাসপাতালে ঢুকে আহত ব্যক্তির গায়ে আগুন লাগিয়ে দিলেন অপর ব্যক্তি। পূর্বশত্রুতার জেরে ওই ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দেওয়ার ভয়ংকর এ ঘটনা হাসপাতালের সিসিটিভিতে ধরা পড়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মিলন মাচে রজককে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। তার বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৭ ধারায় (খুনের চেষ্টা) মামলা দায়ের করেছে পুলিশ। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বুন্দেলখন্ড মেডিকেল কলেজ হাসপাতালে আগুনে পুড়ে যাওয়া দামোদর করির চিকিৎসা চলছে। আগুনের ক্ষত থাকলেও চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা এখন স্থিতিশীল। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, মিলন হাসপাতালে ঢুকে এদিক-ওদিক দেখছিলেন। তারপর এক কোণায় এসে আগুন ধরান। এরপরই দামোদরের কাছে গিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দেন। গায়ে আগুন লাগতেই সেখান থেকে বেরোনোর চেষ্টা করেন দামোদর। মিলনকেও তখন সেখানে থেকে পালাতে দেখা যায়। ঘটনা নিয়ে রাজ্যের সাগর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিক্রম কুশওয়া বলেছেন, ‘অভিযুক্ত আগুন ধরানোর জন্য পেট্রল ব্যবহার করেছিল। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন