শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মালাবির একঝাঁক কূটনীতিক বহিষ্কৃত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০২ এএম

মদ কেলেঙ্কারির জেরে মালাউইর একঝাঁক কূটনীতিককে বহিষ্কার করেছে দক্ষিণ আফ্রিকা। তারা ক্ষমতার অপব্যবহার করে শুল্কমুক্ত সুবিধায় মদ এনে অবৈধভাবে বাইরে বিক্রি করতেন বলে অভিযোগ করা হয়েছে। মালাবির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, তাদের বেশ কয়েকজন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের দেশ ছাড়তে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে দক্ষিণ আফ্রিকা কর্তৃপক্ষ। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মালাবির এসব কূটনীতিক বিশেষ সুবিধার অপব্যবহার করে শুল্কমুক্ত অ্যালকোহলের অবৈধ বাণিজ্য করার দায়ে দোষী প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আল-জাজিরা, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন