মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফ্রিকায় আর যুদ্ধ নয় : ম্যাখোঁ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০২ এএম

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ঘোষণা দিয়েছেন, তার দেশের সেনাবাহিনী আর পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে ইসলামপন্থি উগ্রবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করবে না। স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ম্যাখোঁ এই ঘোষণা দেন। এর আগে গত ফেব্রুয়ারিতে তিনি এই অঞ্চল থেকে সৈন্য কমানোর ইঙ্গিত দিয়েছিলেন। কট্টরপন্থী ইসলামপন্থিদের কারণে আফ্রিকার সাহেল অঞ্চল বহুদিন ধরেই অস্থিতিশীল। সাহেল অংশের মধ্যে রয়েছে সেনেগাল, মালি, বুরকিনা ফাসো, নাইজার, চাদ, মধ্য ও দক্ষিণ সুদান, ইরিত্রিয়া এবং ইথিওপিয়া। আফ্রিকার সাহেল অঞ্চলে বর্তমানে ফ্রান্সের ৫১শ সেনা রয়েছে। ফ্রান্সের এসব সেনারা সাহারা মরুভ‚মি বেষ্টিত বারকিনো ফাসো, চাদ মৌরতানিয়া এবং নাইজারে রয়েছে। অপারেশনে ফ্রান্সকে পাঁচটি দেশ সহায়তা করছে। এই দেশগুলিকে সম্মিলিতভাবে ‘জি ফাইভ সাহেল’ হিসেবে উল্লেখ করা হয়। সেনা প্রত্যাহার প্রসাথে সংবাদ সম্মেলনে ম্যাখোঁ বলেন, ফ্রান্সের সন্ত্রাসবিরোধী ইউনিট পশ্চিম আফ্রিকায় অভিযান শেষ করবে। সেখানে সৈন্য প্রত্যাহার করে বৃহত্তর আন্তর্জাতিক মিশনে যুক্ত করা হবে। আফ্রিকার এই অঞ্চল হতে সুসংগঠিতভাবে সৈন্য প্রত্যাহার করা হবে। এ বিষয়ে বিস্তারিত চলতি মাসের শেষে চ‚ড়ান্ত করা হবে। ম্যাখোঁ বলেন, আমরা আমাদের আফ্রিকান এবং ইউরোপীয়ান অংশীদারদের সাথে আলোচনায় বসবো। ইসলামি জঙ্গিদের সাথে যারা আপস করে ফ্রান্স তাদের সাথে কাজ করবে না। বিগত কয়েক বছর ধরে পশ্চিম আফ্রিকায় নিরাপত্তা অভিযানে ফ্রান্স পশ্চিমা বিশ্বের সমর্থন চেয়েছে, কিন্তু পায়নি। আফ্রিকার এই অঞ্চল থেকে সৈন্য প্রত্যাহারে নিজ দেশে থেকেও ম্যাখোঁর ওপর চাপ রয়েছে। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
টাক্কু মিয়া ১৩ জুন, ২০২১, ৯:৫২ পিএম says : 0
আই এসের হাতে মাইর খাইয়া পালাইতাসে ফ্রান্স।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন