বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ভূঞাপুরে কর্মশালা

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০১ এএম

ভূঞাপুর উপজেলা মিলনায়তনে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইসরাত জাহানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এনডিসি) শাহ্ মোহাম্মদ নাছিম।
সভায় বিশেষ অতিথি ছিলেন, ভূঞাপুর উপজেলা চেয়ারম্যান অ্যাড. আব্দুল হালিম, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা, উপজেলা ভাইস চেয়াম্যান মনিরুল ইসলাম বাবু, আফিল নূর মিনি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী, আইয়ুব আলী মোল্লা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি শাহ্আলম প্রামাণিক প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন