বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

চট্টগ্রামে আনসার আল ইসলামের সদস্য গ্রেফতার

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০১ এএম

নগরীতে কাউন্টার টেরোরিজম বিভাগের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি তিনি ওই সংগঠনের আইটি বিশেষজ্ঞ এবং সিরিয়া ফেরত। নগর পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ শুক্রবার নগরীর খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মো: শাখাওয়াত আলী লালু (৪০) নগরীর এমএম আলী রোডের বাসিন্দা শেখ মো: শমসের আলীর পুত্র। কাউন্টার টেরোরিজম বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ মার্চ তিনি দেশে ফিরেন। তখন থেকে তার উপর নজরদারি চলছিলো। এতে বলা হয় ২০১২ সাল থেকে ভায়রা ভাই আরিফ এবং মামুনদের অনুপ্রেরনায় তিনি জঙ্গি কার্যক্রমে জড়িয়ে পড়েন। তিনি ইলেকট্রনিক বিন্যাসে বিভিন্ন প্রকার কার্যক্রম প্রচারের কাজে আইটি বিশেষজ্ঞ হিসাবে নিয়োজিত ছিলেন। বিগত ২০১৭ সালে তিনি তুরস্ক যান। সেখান থেকে সিরিয়াতে প্রবেশ কর ছয় মাস ইদলিব এলাকায় যুদ্ধে অংশগ্রহণ করেন।

পরে তুরস্ক হয়ে ইন্দোনেশিয়া এবং শ্রীলংকা থেকে ফের ইন্দোনেশিয়ায় যান। সেখান থেকে দেশে আসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন