শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সোহাগের মেয়াদ দুই বছর বাড়ল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১২:০০ এএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগের চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়ানো হয়েছে। গতকাল বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। ২০০৫ সালে ম্যানেজার কম্পিটিশন্স (ক্লাব অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) হিসেবে সোহাগ বাফুফেতে যোগ দিয়েছিলেন। ২০১১ সালে তৎকালীন সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী পামেলের মৃত্যুর পর বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সোহাগের দায়িত্ব পালন শুরু হয়। দুই বছরের মধ্যেই আবু নাইম সোহাগ বাফুফের সাধারণ সম্পাদক হিসেবে নিয়োগ পান। ২০১৩ সাল থেকে তিনি দক্ষতার সঙ্গেই বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়াও ২০১৭ সাল থেকে ফিফার বিরোধ নিষ্পত্তি চেম্বারের সদস্য, ২০১৯ সাল থেকে এএফসির বিপনন কমিটির সদস্য এবং ২০১৩ সাল থেকে ফিফা এবং এএফসির ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন সোহাগ।
সভায় ঘরোয়া সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফের শুরুর দিনক্ষণ নির্ধারণ হয়েছে। ২২ থেকে ২৫ জুনের মধ্যে বিপিএলের দ্বিতীয় পর্বের খেলা শুরুর বিষয়েও সিদ্ধান্ত হয়। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য বিপিএল এখন বন্ধ আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন