শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাগেরহাটে নতুন করে ৫৫ জন করোনা আক্রান্ত

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১১:০৮ এএম

বাগেরহাট জেলায় গত ২৪ ঘন্টায় ১১০ জনের নমুনা পরীক্ষায় ৫৫ জন করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ৫০ শতাংশ। এরমধ্যে মোংলায় ৩৩, ফকিরহাট ১০, সদর উপজেলায় ০৫, শরণখোরায় ০৫ ও মোরেলগঞ্জ উপজেরায় ০২ জন সনাক্ত হয়েছে।
এদিকে জেলার সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় প্রশাসনের আরোপ করা কঠোর বিধিনিষেধের ৪র্থ দিন চলছে। মোংলা পৌরসভা এলাকায় দোকানপাট বন্ধ থাকলেও সাধারণ মানুষ নানা অজুহাতে বাইরে ঘোরাফেরা করছে। পৌরসভার প্রবেশদ্বারে চেক পোষ্ট এর পাশপাশি উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃংখলা বাহিনীর সমন্বয় সচেতনতার পাশাপাশি স্বস্থ্যবিধি মানতে মোবাইল কোর্ট পরিচালনা করছে। আগামী ১৬ জুন পর্যন্ত এই বিধিনিষেধ চলবে।
বাগেরহাটের সিভিল সার্জন ডা: কে এম হুমাউন কবীর বলেন, এপর্যন্ত জেলায় ৯ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষায় করোনা সনাক্ত হয়েছে ২ হাজার ১০৭ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৫৭ জনের। এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩ জন, বাকীরা হোমআইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে। এসময়ের মধ্যে সুস্থ্য হয়েছেন ১৫৫০ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন