বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কেন্দ্রীয় আওয়ামী লীগের হস্তক্ষেপে চকরিয়া আ. লীগের জটিলতার অবসান

এমপি জাফর ও লিটুর অব্যাহতি প্রত্যাহার

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ৭:৪৪ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মধ্যস্থতায় চকরিয়া পৌর নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার নিরসন হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের ১৩ জুন বিকাল ৩টায় ঢাকায় অনুষ্ঠিত জরুরী সভায় কক্সবাজার জেলা, চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ নিয়ে পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট ভুলবুঝাবুঝি ও উদ্ভুত পরিস্থিতির অবসান করা হয়েছে।

চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলম এমপি ও পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটুকে পদ থেকে অব্যাহতি আদেশ প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

পাশাপাশি আগামী ১৭ জুন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভা আহবান করে নৌকার বিজয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগ
কাজ করার জন্য নির্দেশনা দিয়েছে বলেও জানা গেছে।

উল্লেখ্য চকরিয়া পৌর নির্বাচনকে ঘিরে এমপি জাফরকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি থেকে এবং জাহিদুল ইসলাম লিটুকে পৌর আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সম্প্রতি অব্যাহতি দেয় জেলা আওয়ামী লীগ। এনিয়ে চকরিয়া আওয়ামী লীগ দুই গ্রুপে সংঘাতে জড়িয়ে পড়লে কেন্দ্রীয় আওয়ামী লীগ এবিষয়ে মধ্যস্থতা করে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন