চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কায়সার নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকার রোববার সকাল ১১টার সময় পৌরসভার ভোয়ালিয়া পাড়া এলাকা তাকে গ্রেফতার করা হয়। হামিদ ছদাহা ইউনিয়নের আফজল নগর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে। থানা সূত্রে জানা গেছে, আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা, বিস্ফোরক দ্রব্য ও পেনাল কোড আইনের মোট ১২টি মামলা রয়েছে। সে একজন পলাতক আসামি। সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, আসামি কায়সার হামিদকে গ্রেফতার করে গতকাল চট্টগ্রামের আদালতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন