শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ফ্লাইওভার নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ১২:০২ এএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসস্ট্যন্ডে যানজট নিরসনে সাবেক এমপি মরহুম এম এ ওহাবের নামে ফ্লাইওভার নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে চট্টগ্রাম নাজিরহাট, খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির আয়োজনে এ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উত্তর জেলা আ.লীগের সাবেক সদস্য ও চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ইউনুছ গনি।
সভাপতির বক্তব্যে মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু বলেন, হাটহাজারীর যানজট নিরসন কিংবা যানজটমুক্ত হাটহাজারী গড়তে ফ্লাইওভারের বিকল্প নেই। রাউজান, ফটিকছড়ি, দুই পার্বত্য জেলা থেকে শহরের উদ্দেশ্য যাওয়ার পথে বাসস্ট্যন্ড এলাকায় আসলেই সময় অপচয় হয়। চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। তাই দুর্ভোগ থেকে মুক্তির একমাত্র পথ ফ্লাইওভার। একই সাথে সাবেক এমপি মরহুম এম এ ওহাবের নামে করার প্রস্তাবনা করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে ইউনুছ গনি চৌধুরী সভাপতির প্রস্তাবনাকে সমর্থন জানিয়ে বলেন, বর্তমান সরকার দেশকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছেন এ কথাটি কেউ অস্বীকার করতে পারবে না। এ সময় হাটহাজারী পৌরসভার সহায়ক কমিটির সদস্য ও আ.লীগ নেতা ওসমান কবির রাসেল, হাবিবুর রহমান রাজু, মো. হানিফ, জাবেদসহ মালিক সমিতির নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। সমাবেশের পর গণস্বাক্ষর কার্যক্রম শুরু হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন