মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ডিইপিজেডের সামনে শ্রমিক বিক্ষোভ

বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ১২:০১ এএম

ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনে মহাসড়কে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল বকেয়া বেতনের দাবিতে ডিইপিজেডের পুরাতন জোনের ‘লেনী ফ্যাশন’ নামের একটি কারখানার শ্রমিকরা এক মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে এই বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় শিল্প পুলিশের ধাওয়া খেয়ে দৌড়ে পালানোর সময় বৈদ্যুতিক লাইনের খুটির সাথে ধাক্কা খেয়ে মাথায় আঘাত পান জেসমিন বেগম নামে এক শ্রমিক। পরে তাকে হাবিব ক্লিনিকে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে ডিইপিজেডের পুরাতন জোনের গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেডের জুনিয়র অপারেটর হিসাবে কর্মরত ছিলেন।

একাধিক বিক্ষুব্ধ শ্রমিক জানান, গত ফেব্রুয়ারি মাসে ডিইপিজেডের পুরাতন জোনের লেনী ফ্যাশন কারখানাটি করোনার প্রভাবে বন্ধ করে দেয় মালিক পক্ষ। গতকাল কারখানাটির শ্রমিকরা এক মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে কারখানার সামনে গেলে কোন সাড়া না পেয়ে বিক্ষোভ শুরু করে। পরে তারা ডিইপিজেডের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। পরে কর্তৃপক্ষ ও পুলিশ এসে কাঁদানে গ্যাস ছুড়ে তাদের নিয়ন্ত্রণ করে।

ডিইপিজেডের মহাব্যবস্থাপক আব্দুস সোবহান জানান, ওই কারখানার শ্রমিকরা কোন এক ফেসবুক মেসেঞ্জার কিংবা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে ভুল খবর জানতে পারে যে, তাদের বকেয়া পাওনাদি পরিশোধ করা হবে। এরপর শ্রমিকরা কারখানার সামনে জমায়েত হলে মাইক দিয়ে তাদের জানিয়ে দেয়া হয় কারখানা কর্তৃপক্ষ কোন মেসেজ দেয়নি। তারা ভুল খবর পেয়েছেন। তাদের পাওনাদি পরিশোধ করা হবে যত দ্রুত সম্ভব। এরপর শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এছাড়া এ ঘটনার সময় অন্য একটি কারখানার (গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড) শ্রমিক দৌড়ে পালাতে গিয়ে দুর্ঘটনাবশত বিদ্যুতের খুঁটিতে মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করেন বলেও জানান তিনি।
শিল্প পুলিশ-১ এর পরিচালক মো. আসাদুজ্জামান জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

এদিকে, শ্রমিক বিক্ষোভের সময় সড়কে আটকা পড়া ক্রিকেটার, রেফারি ও কর্মকর্তাদের দুটি গাড়িতে ঢিল ছুড়লেও কেউ আহত হয়নি। বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মো. আশরাফ জানান, শ্রমিক বিক্ষোভের সময় যানজটে আটকা পড়া বিকেএসপির দুটি গাড়িতে ঢিল ছোড়ে। এতে গাড়ির জানালার কাচ ভেঙে গেলেও কেউ আহত হয়নি। বিকেএসপিতে খেলা চলমান রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই সুব্রত রায় জানান, বিকেএসপিতে খেলা চলমান রয়েছে। কোন ধরনের সমস্যা নেই। পাশাপাশি যে কোন সময় খেলা অনুষ্ঠিত হলে নিয়মিত ডিউটির অংশ হিসেবে গতকালও বিকেএসপিতে আমরা দায়িত্ব পালন করছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন