শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ফের জ্বরে আক্রান্ত খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২১, ১০:৩২ পিএম

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফের জ্বরে আক্রান্ত হয়েছেন। রোববার (১৩ জুন) সকালে তার জ্বর আসে। এ নিয়ে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড উদ্বিগ্ন। মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য জানান।

ওই চিকিৎসক বলেন, ‘সকাল থেকে ম্যাডামের (খালেদা জিয়া) শরীরের তাপমাত্রা কিছুটা বেশি ছিল। বিকেল থেকে তাপমাত্রা একশ’র মধ্যে ওঠা-নামা করছে। মেডিকেল বোর্ডের বৈঠক হয়েছে। সেখানে চিকিৎসকরা তার কিছু পরীক্ষা এবং নতুন ওষুধ দিয়েছেন।’

এর আগে গত ২৭ মে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্বরে আক্রান্ত হয়েছিলেন খালেদা জিয়া।

এদিকে খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে টুইট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শনিবার দিবাগত রাতে এক টুইটবার্তায় মির্জা ফখরুল লেখেন, ‘আমরা উদ্বিগ্ন। দেশনেত্রী খালেদা জিয়ার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার, তার অসুখগুলো নিয়ে অ্যাডভান্স সেন্টারে যাওয়া জরুরি। তার হার্টের এবং কিডনির সমস্যা আছে। ফান্ডামেন্টাল কিছু সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো উদ্বেগজনক।’

করোনায় আক্রান্ত খালেদা জিয়া গত ২৭ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। ৯ মে তিনি করোনামুক্ত হলেও বর্তমানে করোনা

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন