মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

বাদীর জাতীয় পরিচয়পত্র ছাড়া মামলা হবে না

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুন, ২০২১, ১২:৩৭ পিএম

পরিচয়পত্র ছাড়া কোনো মামলা গ্রহণ না করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে এখন থেকে থানায় বা আদালতে কোনো মামলা করার ক্ষেত্রে বাদীর জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে।


পাশাপাশি গায়েবি মামলার বাদী খুঁজে বের করতে সিআইডিকে তদন্তেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৪৯ ভুয়া মামলা নিয়ে হয়রানির শিকার রাজধানীর শান্তিবাগের বাসিন্দা একরামুল আহসান কাঞ্চনের আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
দোলন, খানখানাপুর, রাজবাড়ী ১৪ জুন, ২০২১, ৩:৩৬ পিএম says : 0
ভাল সিদ্ধান্ত। তবে তার আগে সকল নাগরিকের এনআইডি নম্বর প্রদান নিশ্চিত করতে হবে।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন