শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

পক্ষভুক্ত হলো ‘এইচআরপিবি’

তেজগাঁওয়ে ২৪ প্লট বরাদ্দ মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ১২:০২ এএম

তেজগাঁও এলাকায় ২৪টি প্লট বরাদ্দের মামলায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ-এইচআরপিবি’কে পক্ষভুক্ত করেছেন হাইকোর্ট। সংগঠনের পক্ষে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার আদালত এ আদেশ দেন। গতকাল সোমবার এ তথ্য জানান সংগঠনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি জানান, হাতিরঝিল প্রকল্প সংলগ্ন তেজগাঁও শিল্প এলাকায় ২০০৩ সালের আইন অমান্য করে ২৪টি প্লট বরাদ্দ দেয়া হয়। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়। ওই মামলায় এইচআরপিবিকে পক্ষভুক্ত করা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি রাজিক আল জলিলের ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত আদেশটি দেন। আদেশে আদালত বলেন, মামলার বিষয়বস্তু জনস্বার্থ সংশ্লিষ্ট বিধায় আবেদন মঞ্জুরযোগ্য। অপরপক্ষে ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন, ব্যারিস্টার ফিদা এম কামাল এবং অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
প্রসঙ্গত: রাজধানীর হাতিরঝিলে তেজগাঁও শিল্প এলাকায় মরহুম প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া, সাজু হোসেন, সাংবাদিক শফিক রেহমান, আজম জে. চৌধুরী, কামরুল ইসলাম, গিয়াসউদ্দিন আল মামুনসহ ২৪ জনকে প্লট বরাদ্দ দেয়া হয়। এ ঘটনা নিয়ে ‘সড়ক প্রকল্প রাতারাতি হয়ে গেল শিল্প প্লট’ শিরোনামে ২০১০ সালে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনটি আমলে নিয়ে ২০১২ সালে হাইকোর্ট বিভাগের তৎকালীন বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন। রুলে বরাদ্দপত্র কেন বাতিল করা হবে না এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে নাÑ জানতে চাওয়া হয়। এছাড়া একটি কমিটি গঠন করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে ২০১৮ সালে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, তদন্ত প্রতিবেদন পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় বিচারপতি নাঈমা হায়দারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলাটির রুল শুনানির জন্য ওঠে। ওই অবস্থায় এইচআরপিবি পক্ষভুক্তির আবেদন জানায়। কিন্তু আদালত ২০১৯ সালের ১১ নভেম্বর আবেদনটি নথিভুক্ত করেন। এ আদেশে সংক্ষুব্ধ হয়ে এইচআরপিবি আপিল বিভাগে আবেদন করে। এ আবেদনের ওপর শুনানি শেষে পক্ষভুক্তির আবেদন শুনানির নির্দেশনা দিয়ে বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চকে। এ ধারাবাহিকতায় শুনানি শেষে উপরোক্ত আদেশ দেন হাইকোর্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন