শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

ইফার ‘সহজ কোরআন শিক্ষা’ বইয়ে পরিবর্তনের প্রতিবাদে স্মারকলিপি

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ১২:০৪ এএম

ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ‘সহজ কোরআন শিক্ষা’ পাঠ্যবইয়ে অহেতুক ব্যাপক পরিবর্তন আনা হয়েছে অভিযোগ করে বাদ দেয়া বিষয়গুলো পুনর্বহালের দাবিতে স্মারকলিপি দিয়েছে রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশ। গতকাল সোমবার ইফার মহাপরিচালক ও প্রকল্প পরিচালক বরাবরে চট্টগ্রাম বিভাগীয় পরিচালক বোরহান উদ্দিন মো. আবু আহসানের মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়। রাবেত্বার চেয়ারম্যান মাওলানা সেকান্দর হোসাইন আলকাদেরী ও মহাসচিব মাওলানা মুহাম্মদ ইকবাল হোসাইন আলকাদেরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ স্মারকলিপি প্রদান করেন। এতে বলা হয়, ২০২০ সাল পর্যন্ত সহজ কোরআন শিক্ষা বইয়ের প্রচ্ছদে কাবা শরিফ ও শেষ কভারে মদিনা শরিফের ছবি ছিল। কিন্তু ২০২১ সালে প্রকাশিত বইয়ে শেষ প্রচ্ছদে মদিনা শরিফের ছবি বাদ দেয়া হয়। বাদ দেয়া হয়েছে ‘মিলাদ ও কিয়াম’ অধ্যায়। আজানের দোয়ায় ‘ওয়ারযুকনা শাফায়াতাহু ইয়াউমাল কিয়ামাহ’ অংশও বাদ দেয়া হয়েছে।
এছাড়াও নামাজের আরবি নিয়ত, দরুদ, হামদে বারী তাওয়ালা ও নাতে রাসূল (সা.) পরিবর্তন করা হয়েছে। স্মারকলিপিতে বাদ দেয়া বিষয়গুলো পুনর্বহালের দাবি জানানো হয়। এ সময় মাওলানা আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রজভি, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা ইমরান হাসান কাদেরী, মাওলানা হাফেজ গোলাম কিবরিয়া, মাওলানা ইমরান সিকদার কাদেরী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mahbub babu ১৫ জুন, ২০২১, ১১:৫০ এএম says : 0
Ifar sothik kaz korese
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন