শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

প্রধানমন্ত্রীকে ‘মা’ ডেকে মাওলানা ত্ব-হার স্ত্রীর চিঠি : স্বামীর জন্য আহাজারি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ১০:৫০ এএম

বৃহস্পতিবার রংপুর থেকে ঢাকায় রওনা হওয়ার পর থেকে জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা আবু ত্ব-হার খোঁজ মিলছে না। একই সঙ্গে তার সঙ্গে থাকা আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন ফয়েজেরও খোঁজ মিলছে না।

গত পাঁচ দিন ধরে নিখোঁজ আলোচিত ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় এই বক্তার নিখোঁজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করছেন নেটিজেনরা।

ছেলের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় ও উদ্বিগ্নে দিনরাত পার করছেন মা আজেদা বেগম। স্ত্রী সাবিকুন্নাহার হন্যে হয়ে দ্বারে দ্বারে ঘুরছেন একটু সহযোগিতার আশায়।

গত চারদিনের প্রতিদিনই রাজধানীর বিভিন্ন থানায় গিয়ে ব্যর্থ হয়েছেন। এ পর্যন্ত একটি মামলাও করতে পারেননি তিনি।

অবশেষে উপায় না পেয়ে শেষ ভরসা হিসেবে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন তিনি। প্রধানমন্ত্রীকে মা সম্বোধন করে সহায়তা চেয়ে একটি চিঠি লিখেছেন আবু ত্ব-হার স্ত্রী সাবিকুন্নাহার।

যেখানে সাবিকুন্নাহার আবেদন করেছেন, ‘আমরা অত্যন্ত উদ্বিগ্ন। কারও সহযোগিতা না পেয়ে আপনার (প্রধানমন্ত্রী) বরাবর শেষ আশ্রয় প্রার্থনা করছি। আপনাকে মা ও আমার অভিভাবক মেনে আমার দু হাত জোড় করে আমার স্বামী নিখোঁজ আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছি।’

আবু ত্বহা কোনো অপরাধ করে থাকলে, তাকে আইনের কাছে সোপর্দ করা হোক বলেও চিঠিতে উল্লেখ করেন স্ত্রী সাবিকুন্নাহার।


তিনি জানান, ‘এখন পর্যন্ত আমার স্বামী এবং তার দুই সঙ্গী ও গাড়িচালকের কোনো খোঁজ পাইনি। এমতাবস্থায় আমার স্বামী আবু ত্বহা মোহাম্মদ আদনান, তার দুই সঙ্গী ও গাড়ি চালকের জীবন রক্ষার্থে প্রধানমন্ত্রীর সহায়তা চেয়ে একটি চিঠি দিয়েছি। চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটে জমা নেওয়া হয়েছে। এখন আল্লাহ যদি মুখ তুলে তাকায়।’

সাবিকুন্নাহার আরো জানান, ‘প্রধানমন্ত্রীর চিঠির বিষয়টি আমি সেভাবে সাংবাদিকদের জানাতে পারিনি। আমি আজ সারাদিন প্রধানমন্ত্রী কার্যালয়, ডিবি অফিস আর পল্লবী থানায় যেতে যেতে ক্লান্ত। আর পারছি না। রাত সাড়ে আটটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পল্লবী থানায় ছিলাম। পল্লবী থানা বিষয়টি অভিযোগ আকারে নিয়েছে। আপনাদের গণমাধ্যমে খবর প্রকাশসহ সোশ্যাল মিডিয়ায় ত্ব-হার সন্ধান চেয়ে জোরালো দাবি ওঠায় পুলিশ বিষয়টি আমলে নিয়েছে। এমন আরো একটি চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বরাবর দেব। ’

দীর্ঘশ্বাস ফেলে সাবিকুন্নাহার জানান, ‘এমন স্বাধীন দেশে জ্বলজ্যান্ত চারজন মানুষ নিখোঁজ হয়ে যায়, আইনশৃঙ্খলা বাহিনী সেটা তো রুখতেই পারল না, এমনকি মামলাও নিচ্ছে না। সহায়তাও করছে না। এটা ভাবা যায়? আমার মতো দুর্ভাগ্য যেন আর কোনো স্ত্রীর না হয়।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
Md. Morshed Sarker ১৫ জুন, ২০২১, ১২:০৪ পিএম says : 0
একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী পারবেন এই অসহায় মানুষ গুলোকে সহযোগিতা করতে। হুজুরের ছোট একটি কন্যা সন্তান রয়েছে। বাবা হারানোর যন্ত্র সেই বুঝতে পারেন যার বাবা নেই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন এই অসহায় ভালো মানুষ গুলোকে আপনি একটু বেঁচে থাকার জন্য সহযোগিতা করুন।
Total Reply(0)
Julekha Begum ১৫ জুন, ২০২১, ১২:০৪ পিএম says : 0
আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ মহান আল্লাহ আদনান ভাইকে হেফাজত করবেন এবং সুস্থ ভাবে ফিরিয়ে দিবেন।
Total Reply(0)
সফিক আহমেদ ১৫ জুন, ২০২১, ১২:০৫ পিএম says : 0
হে আল্লাহ আপনি আপনার খাদেমকে হেফাজত করুন
Total Reply(0)
Md Mohashin Kabir ১৫ জুন, ২০২১, ১২:০৫ পিএম says : 0
মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি
Total Reply(2)
১৫ জুন, ২০২১, ১:১০ পিএম says : 0
১৫ জুন, ২০২১, ৬:০২ পিএম says : 0
Md Karim Sarker ১৫ জুন, ২০২১, ১২:০৬ পিএম says : 0
দয়া করে এই বিষয় নিয়ে নিয়মিত সংবাদ প্রচার করুন। এই ইস্যু হারিয়ে যেতে কিংবা ধামাচাপা দিতে দিবেন না। ৪ জন মানুষের জীবনের প্রশ্ন
Total Reply(1)
Dadhack ১৫ জুন, ২০২১, ১:১১ পিএম says : 0
যারা গুম করে গণহত্যা করে খুন করে তারা হচ্ছে নরপিচাশ ও পাষণ্ড এদের মনের মধ্যে কোনো দয়া মায়া নাই
Mujibur Rahman ১৫ জুন, ২০২১, ১২:০৬ পিএম says : 0
মাওলানা ত্ব হার চেয়ে পরীমনি অনেক মুল্যবান!
Total Reply(0)
H.M Arzue ১৫ জুন, ২০২১, ১২:১৬ পিএম says : 0
হে আল্লাহ আপনি আপনার খাদেমকে হেফাজত করুনI দয়া করে এই বিষয় নিয়ে নিয়মিত সংবাদ প্রচার করুন।
Total Reply(0)
Dadhack ১৫ জুন, ২০২১, ১:০৯ পিএম says : 0
ও আল্লাহ আদনান হুজুরকে যারা গুম করেছে আল্লাহ তুমি ও তাদের পরিবার দেরকে গুম করে দাও তাহলে বুঝবে কত কষ্ট
Total Reply(0)
MD MONIRUL ISLAM ১৫ জুন, ২০২১, ৫:৫৬ পিএম says : 0
ও আল্লাহ আদনান হুজুরকে যারা গুম করেছে আল্লাহ তুমি ও তাদের পরিবার দেরকে গুম করে দাও তাহলে বুঝবে কত কষ্ট
Total Reply(0)
MD MONIRUL ISLAM ১৫ জুন, ২০২১, ৫:৫৭ পিএম says : 0
আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ মহান আল্লাহ আদনান ভাইকে হেফাজত করবেন এবং সুস্থ ভাবে ফিরিয়ে দিবেন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন