মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

রূপালী ব্যাংকের খেলাপী ঋণ আদায় সংক্রান্ত পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ৫:২১ পিএম

রূপালী ব্যাংকের খেলাপী ঋণ আদায়ের মে’ ২০২১ ভিত্তিক অগ্রগতি সংক্রান্ত ২য় পর্যালোচনা সভা ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) ব্যাংকের আদায় বিভাগ-১ এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ সভা পরিচালিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। এ সময় তিনি প্রতিটি বিভাগ, জোন এবং কর্পোরেট শাখার খেলাপী ঋণ আলাদাভাবে পর্যালোচনা করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ঋণ আদায়ের বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এতে অংশ নেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার আতাউর রহমান ও মোহাম্মদ জাহাঙ্গীর। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মজিবর রহমান, খান ইকবাল হোসেন, সঞ্চিয়া বিনতে আলী, গোলাম মরতুজা, মো. শওকত আলী খান, সালমা বানু, তাহমিনা আখতার, ইয়াছমিন বেগমসহ প্রধান কার্যালয়ের সকল জিএম, বিভাগীয় কার্যালয়ের সকল জিএম, আদায় বিভাগ-১ ও ২ এর সকল নির্বাহী, জোনাল অফিস ও কর্পোরেট-১ শাখার ডিজিএম এবং ৫০ শতাংশ ও তদূর্ধ্ব শ্রেণীকৃত ঋণবিশিষ্ট শাখার ব্যবস্থাপকরা সভায় অংশ নেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন