বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় মিষ্টিতে পোকা, মিনারেল পানিতে ভেজাল : ভোক্তা অধিকারের জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ৬:৩৯ পিএম

খুলনা মহানগরীর ৫নং ঘাট এলাকায় অনুমোদনবিহীন আল জাবির ড্রিংকিং ওয়াটার ও নিরালা মোড়ের ভাগ্যকুল ঘোষ ডেয়ারীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানিয়েছেন, নগরীর ৫নং মাছ ঘাট এলাকার আল জাবির ড্রিংকিং ওয়াটার কোম্পানিটি অনুমোদনবিহীনভাবে ভেজাল পানি উৎপাদন করছে। তাছাড়া অন্য প্রতিষ্ঠানের লেবেলও ব্যবহার করছে তাদের পানির জারে। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া নিরালা মোড়ের ভাগ্যকুল ঘোষ ডেয়ারীতে মিষ্টির মধ্যে পোকা ভাসতে দেখেছি; তাছাড়া প্রতিষ্ঠানটির ঘি’র জারে মূল্য ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন