বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ময়মনসিংহে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে বিএনপির স্মারকলিপি

ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ৭:১৫ পিএম

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে মহানগর বিএনপি। মঙ্গলবার (১৫জুন) দুপুরে সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু’র বরাবরে এ স্মারকলিপি দেয়া হয়।

তবে স্মারকলিপি প্রদানকালে মেয়র উপস্থিত না থাকায় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো: আনোয়ার হোসেনের কাছে ৪ দফা দাবি সম্বলিত এ স্মারকলিপি প্রদান করেন বিএনপি নেতৃবৃন্দ। এ সময় প্যানেল মেয়র আসিফ হোসেন ডন ও কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু উপস্থিত ছিলেন। পরে তারা বিষয়টি বিবেচনায় নিয়ে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
স্মারকলিপিতে ধার্যকৃত বর্ধিত হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায় রাখার দাবি জানানো হয়। এতে আরো বলা হয়, নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধি না করেই হঠাৎ হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করায় নাগরিক সমাজ উদ্বিগ্ন। করোনার এই দুঃসময়ে ট্যাক্স বৃদ্ধি কতটুকু যুক্তিযুক্ত বলেও প্রশ্ন রাখেন তারা। সেই সাথে আপত্তি ফরমের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে এসে মূল্য প্রাপ্তি রশিদ প্রদান করারও দাবি জানান তারা।

মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম ও যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী স্বাক্ষরিত এ স্মারকলিপি প্রদানকালে উপস্থিতি ছিলেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শিব্বির আহম্মেদ ভুলু, এড. এমএ হান্নান খান, কায়কোবাদ মামুন, মাহবুবুর রহমান মাহাবুব, শামীম আজাদ, ফারজানা রহমান হুসনা প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন