শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনা করোনা হাসপাতালে বেড নেই, ফ্লোরে রেখেই চিকিৎসা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ জুন, ২০২১, ৮:১৭ পিএম

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মে মাস থেকেই রোগীর চাপ বেড়েছে। চলতি মাসে তা আরো বেড়েছে। এ মুহূর্তে হাসপাতালটিতে ধারণক্ষমতার বেশি রোগী চিকিৎসাধীন রয়েছেন। একশ' শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালে ১৫৪ জন রোগী ভর্তি রয়েছেন। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতালে শয্যা সংকট দেখা দিয়েছে। রোগীর চাপ সামলাতে হাসপাতালের ফ্লোরে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আরএমও সুহাস রঞ্জন সন্ধ্যায় হালদার এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হাসপাতালের ধারণক্ষমতার চেয়ে রোগীর সংখ্যা বেড়েছে। ফলে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। যেহেতু এখানে ১০০ বেড রয়েছে, তাই অতিরিক্ত ভর্তি হওয়া রোগীদের ফ্লোরে রেখে সেবা দিতে হচ্ছে।

তিনি আরো বলেন, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ১৫১ জন রোগী ভর্তি ছিল। তা বেড়ে এখন ১৫৪ জন হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগী ১২৪ এবং বাকি ৩০ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। হাসপাতালের আইসিইউতে ২০ জন ও এইচডিইউতে ২০ রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৪ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন