শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

তালতলীতে ১৩ দোকান ভস্মীভূত

বরগুনা জেলা ও আমতলী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ১২:০১ এএম

বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের কচুপাত্রা বাজারের ১৩টি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে ভস্মীভূত হয়ে গেছে। গত সোমবার দিনগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কচুপাত্রা বাজারে কসমেটিকসের ১টি দোকান গত চার পাঁচদিন ধরে বন্ধ ছিল। তাদের ধারণা ওই দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন লেগেছে। যার কারণে আশপাশের প্রায় ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পরে স্থানীয়রা দেড় ঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ফায়ার সার্ভিস পৌঁছে গেলেও কোনো কাজে আসেনি। ঠিক সময়মতো ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলে ক্ষতি অনেকটা কম হতো বলে জানান স্থানীয়রা। শারিকখালী ইউপি চেয়ারম্যান বাদশা তালুকদার জানান, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে ক্ষতি অনেক বেশি হয়েছে। ফায়ার সার্ভিস আসতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনেছে। তিনি আরো জানান, কচুপাত্রা ব্রিজের পশ্চিম দিক থেকে প্রায় ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে কসমেটিকস, মুদি দোকান, কাপড়ের দোকানসহ ওষুধের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।
আমতলী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার তামিম হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, আমতলী -তালতলী মহাসড়কের রাস্তার খুবই খারাপ অবস্থার কারণে দ্রুত পৌঁছার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। আমাদের দুইটি ইউনিট কাজ করেছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তালতলী উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে আবার পুনরায় তাদের ব্যবসা প্রতিষ্ঠা করতে পারে সে ব্যাপারে নেয়ার জন্য জেলা প্রশাসক ও এমপির কাছে জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন