শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

তুরস্কের যন্ত্রপাতি রফতানি ৯২০ কোটি ডলারে পৌঁছেছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ১২:০১ এএম

চলতি বছরের প্রথম পাঁচ মাসে যন্ত্রপাতি রফতানিতে দারুণ সাফল্য পেয়েছে তুরস্ক। এ সময়ে দেশটির যন্ত্রপাতি খাতের রফতানি বেড়ে ৯২০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। দ্য মেশিনারি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের তুলনায় এ বছরের জানুয়ারি থেকে মে মাসে রফতানি বেড়েছে ৩৭ শতাংশ। ২০১৯ সালের তুলনায় এ বৃদ্ধি ১২ শতাংশ বেশি। জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, পোল্যান্ডসহ বিশ্বের ১০টি গুরুত্বপূর্ণ দেশ তুরস্কের যন্ত্রপাতির প্রধান গন্তব্য। ২০১৯ সালের তুলনায় এসব দেশে রফতানি বেড়েছে ১৮ শতাংশ। অ্যাসোসিয়েশনের প্রধান কুটলু কারাভেলিওগ্লু বলেন, এ খাতের পণ্যের মূল্যবৃদ্ধির মূল কারণ হলো ক্রয়াদেশ বেড়ে গেছে। বৈশ্বিক মূল্যস্ফীতি, অবকাঠামোগত সমস্যা, কিছু কাঁচামাল কালোবাজারে চলে যাওয়া, এসবের ওপর রফতানিতে নিষেধাজ্ঞা থাকা ও তেলের দাম বৃদ্ধিও মূল্যবৃদ্ধির বড় কারণ। সরবরাহ পর্যাপ্ত হবে না, এমন উদ্বেগ যন্ত্রপাতি ও সরঞ্জামের বাজারের বিনিয়োগের ওপর প্রভাব ফেলে। এর পর থেকেই ক্রমাগত ক্রয়াদেশ পেতে থাকেন খাত-সংশ্লিষ্টরা। ২০২১ সালে খাতটির রফতানি লক্ষ্যমাত্রা ছিল ২ হাজার ১০০ কোটি ডলার। আনাদোলু এজেন্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Shafiqul+Islam ১৬ জুন, ২০২১, ১১:৫০ এএম says : 0
Good news, go ahead Turkey.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন