বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ট্রাইবেকা উৎসব শুরু করলেন রবার্ট ডি নিরো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ১২:০১ এএম

নিউ ইয়র্কে কোভিড-১৯ পরিস্থিতির উন্নতি হয়েছে। বাসিন্দারা প্যানডেমিক পূর্ব জীবনধারায় ফিরবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর অভিনেতা রবার্ট ডি নিরোও সুযোগটি কাজে লাগিয়ে তার বিখ্যাত ট্রাইবেকা উৎসবের সূচনা করে দিয়েছেন। প্রযোজক জেইন রোজেনথালের সঙ্গে আয়োজনটি এরই মধ্যে শুরু হয়ে গেছে। এই উৎসব চলবে ২০ জুন পর্যন্ত। কোভিড-১৯ মহামারী শুরু হবার পর থেকে শুরু করে এই পর্যন্ত ট্রাইবেকা উৎসব উত্তর আমেরিকার একমাত্র মানব উপস্থিতিতে অনুষ্ঠিত বড় জনসমাগম। রোজেনথাল জানিয়েছেন এই উৎসব স্থানীয় অর্থনীতিকে উজ্জীবিত করবে। ‘শহরে চলচ্চিত্র উৎসব আসে সব ধরণের উদ্দেশ্য নিয়ে। স্থানীয় অর্থনীতিকে উল্লেখযোগ্য ভাবে এটি উজ্জীবিত করে, বিশেষ করে এখন তো অবশ্যই যখন আমাদের আর্থিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত, বেকারত্বের হার উচ্চ এবং পর্যটন নিম্নগামী,’ রোজেনথাল বলেন। ট্রাইবেকা উৎসব এবং ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে ৬০টি ফিল্ম, একাধিক সিরিজ, পডকাস্ট ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হবে। অনলাইন স্ক্রিনিংয়েরও প্রস্তাব আছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পর ম্যানহাটনের অর্থনীতিকে প্রাণ দেবার জন্য ডি নিরো এবং রোজেনথাল ২০০২ সাল থেকে ট্রাইবেকা উৎসব আয়োজন করে আসছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন