মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তানে ৪ পোলিও কর্মীকে হত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ৯:১১ এএম

আফগানিস্তানে চার পোলিও কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নানগড় প্রদেশের পুলিশের মুখপাত্র ফরিদ খান জানিয়েছেন, পরিকল্পিত হামলার অংশ হিসেবে দুই ঘণ্টার মধ্যে তিনটি ভিন্ন এলাকায় তাদের হত্যা করা হয়েছে। আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওসমান তাহেরি গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গত তিন মাসের মধ্যে দেশটির উত্তরাঞ্চলে পোলিও কর্মীদের ওপর এটা দ্বিতীয় হামলা। মঙ্গলবারের আক্রমণে খোগিয়ানী জেলায় দুই জন পোলিও কর্মী মারা গেছেন এবং একজন আহত হয়েছেন। ওদিকে সুরখরোডে নিহত হয়েছেন দুজন। অন্য হামলায় আফগানিস্তানের প্রাদেশিক রাজধানী জালালাবাদে তিন জন আহত হয়েছেন। এই ঘটনায় নানগড় প্রদেশে এখন টিকাদান বন্ধ রয়েছে।

ফরিদ খান বলেন, ‘তালেবান জঙ্গিরা এই কাজ করেছে। জনগণকে যাতে পোলিও টিকা দেয়া না যায়, সে জন্য তারা পোলিও কর্মীদেরই হত্যা করছে।’ তবে তালেবানরা এ অভিযোগ অস্বীকার করেছে।

বিশ্বের প্রতিটি দেশে পোলিও নির্মূল করা গেলেও পাকিস্তান ও আফগানিস্তানে এখনো তা সফল হয়নি। দুটি দেশেই টিকার বিষয়ে প্রবল অবিশ্বাস রয়েছে। কট্টর মৌলবাদীরা জনগণকে টিকা নেওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করছেন। সূত্র : আলজাজিরা, এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Shoyab Akand Maruf ১৬ জুন, ২০২১, ১০:১২ এএম says : 1
These are all the propaganda of the jews media and their allies. The current Afgan government can do it to blame the Taliban fighters. Talibans are not that type of foolish people, they are smart enough to defeat the Soviet and the US army. Do you think that they are foolish and ignorant people and not smarter than the US and Soviet army? They will not make their hands dirty by killing these innocent people who involved in vaccination. The Zionist and their allies will try to hunting fish in whey water. The Taliban Zuzu will not work anymore.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন