মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

৬ জাতি নিয়ে আঞ্চলিক নিরাপত্তাবলয় গড়বেন এরদোগান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ১১:৫৮ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান মঙ্গলবার আজারবাইজান সফর করেছেন। এ সময় তিনি তুরস্কসহ ৬টি দেশ নিয়ে একটি আঞ্চলিক নিরাপত্তার বলয় গড়ার ওপর জোর দেন। এরদোগান বলেন, এ অঞ্চলে একটি নিরাপত্তাবলয় গড়তে তিনি তুরস্ক, রাশিয়া, ইরান, আজারবাইজান, জর্জিয়া ও আর্মেনিয়াকে নিয়ে একটি প্লাটফরম তৈরি করতে চান। খবর আনাদোলুর।

২৮ বছর পর আজারবাইজান আর্মেনিয়ার কাছ থেকে ঐতিহাসিক সুসা অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে শহরটি পরিদর্শন করেন এরদোগান।

তিনি সুসা এলাকা পরিদর্শন করে এর পুনর্গঠনের আশ্বাস দেন। এ সময় তিনি আজারবাইজানের প্রেসিডেন্টের ইলহাম আলিয়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে এ অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি সামরিক বলয় গঠন করবেন।

আর্মেনিয়ার কাছ থেকে মুক্ত হওয়া আজেরি ভূখণ্ড সুসা পুনর্গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চায় আঙ্কারা। এ ছাড়া এই সফরে এরদোগানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা সংক্রান্ত চুক্তি হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আজেরি প্রেসিডেন্ট এলহাম আলিয়েভও উপস্থিত ছিলেন।

গত বছর তুরস্কের প্রত্যক্ষ সমর্থন নিয়ে আর্মেনিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পায় আজারবাইজান।

আজারবাইজান সফরে স্ত্রী ছাড়াও এরদোগানের সফরসঙ্গীদের মধ্যে ছিলেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার, তুর্কি সরকারের যোগাযোগ বিভাগের পরিচালক ফাহরেতিন আলতুন, প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন, ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট বা একে পার্টির মুখপাত্র ওমর সেলিক এবং ন্যাটো পার্লামেন্টারি অ্যাসেম্বলিতে তুর্কি প্রতিনিধিদলের প্রধান ওসমান আকান বাক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (7)
MOHAMMED GIAS UDDIN ১৬ জুন, ২০২১, ১:৫৮ পিএম says : 0
তিনি মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা।
Total Reply(0)
Md Easin ১৬ জুন, ২০২১, ২:২৮ পিএম says : 0
ধন্যবাদ ইসলামী নেতাকে
Total Reply(0)
সাইফুল ইসলাম ১৬ জুন, ২০২১, ২:২৮ পিএম says : 0
তার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো
Total Reply(0)
Mohammad Oli Ullah ১৬ জুন, ২০২১, ২:২৯ পিএম says : 0
আল্লাহ সব মুসলিম দেশের রাষ্ট্র প্রধানকে সঠিক জ্ঞান দান করুন
Total Reply(0)
Shahedul Ameen Chayon ১৬ জুন, ২০২১, ২:২৯ পিএম says : 0
A rai real rastro nayok
Total Reply(0)
Murtuza Chowdhury ১৬ জুন, ২০২১, ২:৩১ পিএম says : 0
বিশ্ব মুসলিমের ভরসার স্হল হয়ে দাঁড়িয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুক।
Total Reply(0)
Jahainger Alam ১৭ জুন, ২০২১, ১০:৩৯ এএম says : 0
Best leader in the world
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন