শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বাগেরহাটে আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৭৬

বাগেরহাট প্রতিনিধি | প্রকাশের সময় : ১৬ জুন, ২০২১, ১:৫৮ পিএম

বাগেরহাটে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণে আরও চারজনের মৃত্যু হয়েছে। বাগেরহাটে গত ২৪ ঘন্টার নমুনা পরীক্ষায় নতুন করে মোংলা ইপিজেডের পাঁচ আনসার সদস্যসহ আরও ৭৬ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ২১৫টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়।

জেলায় গত ২৪ ঘন্টায় সংক্রমণের হার ৩৫ শতাংশ। যা গতদিনের তুলনায় ৬ শতাংশ কম। জেলার সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলাতে ২৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ে। এই নিয়ে বাগেরহাট জেলায় করোনা ভাইরাসে সংক্রমণে প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দাাঁড়াল দুই হাজার ৩৩৮ জন। এরমধ্যে সুস্থ্য হয়েছেন এক হাজার ৬০০ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘন্টায় ৪ জনের মৃত্যু হয়েছে। সংগ্রহ করা ২১৫টি নমুনা পরীক্ষায় ৭৬ জনের করোনা পজেটিভ এসেছে। জেলায় গত ২৪ ঘন্টায় সংক্রমণেরহার ৩৫ শতাংশ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন