শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

এবার সরকারের অনুদান পাচ্ছে ২০ চলচ্চিত্র

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ১২:০২ এএম

এ বছর সরকার ২০টি চলচ্চিত্রকে অনুদান দিয়েছে। গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২০-২১ অর্থবছরে অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের নাম প্রকাশ করেছে। প্রতি বছর চলচ্চিত্রশিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে চলচ্চিত্র নির্মাণের জন্য অনুদান দিচ্ছে সরকার। এবার ১০টি চলচ্চিত্রের জায়গায় ২০টি চলচ্চিত্র অনুদানের জন্য নির্বাচিত হয়েছে। বিষয়ভিত্তিক চলচ্চিত্রের জন্য এ অনুদান দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় ৬০ লাখ টাকা অনুদান পাচ্ছেন প্রযোজক ও পরিচালক জেড এইচ মিন্টুর চলচ্চিত্র ক্ষমা নেই। একই শাখায় যথাক্রমে ৬০ ও ৬৫ লাখ টাকা অনুদান পাচ্ছে নঈম ইমতিয়াজ নেয়ামুলের সাড়ে তিন হাত ভূমি এবং উজ্জল কুমার মন্ডলের মৃত্যুঞ্জয়ী। শিশুতোষ শাখায় ৫০ লাখ টাকা অনুদান পাচ্ছে হাসান জাফরুলের মাইক। একই শাখায় ৬০ লাখ টাকা অনুদান পেয়েছে লুবনা শারমিনের নুলিয়াছড়ির সোনার পাহাড়। সাধারণ শাখায় অনুদানের জন্য নির্বাচিত হয়েছে ১৫টি চলচ্চিত্র। ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছে কাজী হায়াতের জয় বাংলা। অনিরুদ্ধ রাসেলের জামদানী। সর্বোচ্চ ৭০ লাখ টাকা অনুদান পেয়েছে জাহিদুর রহিম অঞ্জন প্রযোজিত ও পরিচালিত চাঁদের অমাবস্যা। এছাড়া বাকি সবগুলো চলচ্চিত্র ৬০ লাখ টাকা করে অনুদান পেয়েছে। রইদ চলচ্চিত্রের জন্য অনুদান পেয়েছেন প্রযোজক জয়া আহসান। এর কাহিনীকার ও পরিচালক মেজবাউর রহমান সুমন। অমিতাভ রেজা চৌধুরীর পেন্সিলে আঁকা পরী অনুদান পেয়েছে। প্রযোজক ও পরিচালক অরুণ চৌধুরীর জলে জ্বলে, অভিনেত্রী অরুণা বিশ্বাসের প্রযোজনা, পরিচালনা ও চিত্রনাট্যে অসম্ভব, মির্জা সাখাওয়াৎ হোসেনের ভাঙন, রকিবুল হাসান চৌধুরীর দাওয়াল, রেজাউর রহমান খান প্রযোজিত ও ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত বলী, তামান্না সুলতানা প্রযোজিত ও আবদুস সামাদ খোকন পরিচালিত শ্রাবণ জ্যোৎসনায়, আশুতোষ ভট্টাচার্য প্রযোজিত ও পরিচালিত দেশান্তর, খোরশেদ আলম খসরু প্রযোজিত ও এস এ হক অলিক পরিচালিত গলুই, মাহফুজুর রহমান প্রযোজিত ও ইব্রাহিম খলিল মিশু পরিচালিত দেয়ালের দেশ, দেলোয়ার হোসেন দিলু প্রযোজিত ও কবিরুল ইসলাম রানা (অপূর্ব রানা) পরিচালিত জলরঙ অনুদানের জন্য নির্বাচিত হয়েছে। উল্লেখ্য, ১৯৭৬-৭৭ অর্থবছর থেকে দেশীয় চলচ্চিত্রে সরকারি এ অনুদান চালু করা হয়। মাঝে কয়েক বছর বাদে প্রতিবছরই অনুদান দেওয়া হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন