বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমারের কাছে সামরিক প্রযুক্তি বিক্রি করছে ভারত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ১২:০১ এএম

ভারতের একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান মিয়ানমারকে অন্তত সাতটি সামরিক প্রযুক্তির চালান সরবরাহ করেছে। ভারতীয় এই কোম্পানিটির মালিকানা রাষ্ট্রীয়। বিক্রি করা সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে উপক‚লে নজরদারি চালানোর প্রযুক্তি। মিয়ানমারের একটি অ্যাক্টিভিস্ট গোষ্ঠী জাস্টিস ফর মিয়ানমার (জেএফএম) এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে। জেএফএম কর্তৃক সোমবার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (বিইএল) মিয়ানমারের কাছে রাডার সরঞ্জাম ও যোগাযোগের যন্ত্রপাতি বিক্রি করেছে। যে সরকারের হাতে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর দেশটির আট শতাধিক নাগরিক নিহত হয়েছে। জেএফএম মুখপাত্র ইয়াদানার মাউং এক বিবৃতিতে বলেন, মিয়ানমারে বিইএল’র এর বাণিজ্যের মাধ্যমে জান্তাতে বৈধতা দিচ্ছে ভারত সরকার। মিয়ানমারের জনগণের বিরুদ্ধে যা ব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েম করছে সেনাবাহিনী। ২৭ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চের মধ্যে জয়পুর ও ব্যাঙ্গালুরু থেকে এসব সরঞ্জাম মিয়ানমারে পাঠানো হয়। মিয়ানমার নাউ নিউজ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন