বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২৪ ঘণ্টায় ভারতে করোনায় আরও ২৩৩০ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ১১:০৬ এএম

ভারতের বর্তমান মোদি সরকার করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বেশ বেকায়দায় পড়েছে। প্রতিদিন গড়ে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কোনোভাবেই লুকাতে পারছে না। আজ যেখানে ৩ হাজার মৃত্যু সেখানে আবার কাল হয়ে যাচ্ছে ৬ হাজার। আন্তর্জাতিক ও স্থানীয় মিডিয়াগুলো বার বার প্রচার করছে মৃত্যু ও আক্রান্তের আসল সংখ্যা লুকাতে চাচ্ছে মোদি সরকার।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। তবে সংক্রমণও নেমেছে লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে দুই হাজার ৩৩০ জনের। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬৭ হাজার ২০৮ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে তিন লাখ ৮১ হাজার ৯০৩ জনের।

সব মিলিয়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৭ লাখ ৩১৩ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন