শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দৌলতখানে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষ, আহত-১৫

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ৭:৩৪ পিএম

ভোলার দৌলতখানে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতরা ভোলা সদর ও দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন । বৃহস্পতিবার(১৭ জুন) সকাল ৮টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্লাহ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে ওই গ্রামের শাহাজাদা হাওলাদার গং ও বেলায়েত হাওলাদার গংদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্র লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বসতঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। এ ঘটনায় উভয়পক্ষ দৌলতখান থানায় মামলা দায়ের করেছে।

দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন আহত সোহাগ মাতাব্বর জানায়, ওই এলাকার বেলায়েত গংদের সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত বিরোধের জেরেই বৃহস্পতিবার সকালে পূর্ব-পরিকল্পিতভাবে বেলায়েত গংরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের বসতঘর ভাঙচুর ও এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে কয়েকজনকে গুরুতর আহত করে। এর আগে গত মঙ্গলবার বেলায়েত গংরা তাদের জমির ধান কেটে নিয়ে যায়। ওইদিন বিকালে বেলায়েত গংরা তাদের ওপর হামলা করেছে।

বেলায়েত হাওলাদারের ছেলে মিজানুর রহমান জানায়, শাহাজাদা হাওলাদার গংরা তাদের জমি জোরপূর্বক ভোগদখল করছে। এনিয়ে আদালতে মামলা রয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের লোকজন তার মা ও বোনকে মারধর করে । পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রতিপক্ষের হামলায় তার বাবা বেলায়েত হাওলাদার গুরুতর আহত হয়ে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বজলার রহমান জানান, এ ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়ের করেছে। পুলিশ দুই পক্ষের ২ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন