শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

অনলাইনে কেনাকাটায় সতর্ক হোন

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ১২:০৮ এএম

করোনাভাইরাসের প্রকোপের কারণে মানুষের কেনাকাটার সুবিধাজনক মাধ্যম হয়ে দাঁড়িয়েছে অনলাইন প্লাটফর্মগুলো। সেই সাথে মাথাচাড়া দিয়ে উঠেছে কিছু অসাধু সিন্ডিকেট। অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিলেও এদের পণ্যের মান আশানুরূপ হয় না। সস্তার পণ্য অতিরিক্ত দামে বিক্রির অনেক নজির দেখা যায়। এছাড়াও হোম ডেলিভারি দেয়ার কথা বলে আগাম ডেলিভারি চার্জ সহ কিছু কিছু ক্ষেত্রে আগাম পুরো টাকাই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রেরণ করতে বলা হয়। কিছু ক্ষেত্রে পণ্য এলেও অনেক ক্ষেত্রে আবার টাকা পাওয়ার পরে যোগাযোগ বন্ধ করে দেয়। এমন প্রতারক চক্রের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই অনলাইন কেনাকাটার ক্ষেত্রে ক্রেতাদের আরো সর্তক হতে হবে। ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পণ্য ক্রয় করতে হবে। বিশ্বাসযোগ্য মাধ্যম ছাড়া পণ্য ক্রয় করা থেকে বিরত থাকতে হবে। সেই সাথে কেউ প্রতারিত হলে আইনশৃঙ্খলা বাহিনীর সাইবার বিভাগকে অনলাইন প্রতারকদের সম্পর্কে বিস্তারিত জানাতে হবে।

মোহাম্মদ ইয়াছিন ইসলাম
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন