বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

‘আবার ফিরে আসবো’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ৮:৩৩ পিএম

কম তো নয়, ১৬ বছরের সম্পর্ক! সেই ২০০৫ সালে সেভিয়া থেকে পাড়ি জমিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। এরপর ১৬ বছরে রিয়ালের হয়ে জিতেছেন শিরোপা, লড়েছেন নিজের সেরাটা দিয়েই। বিদায় বেলায় তাই আবেগ ছুঁয়ে গেল সার্জিও রামোসকে। তাই রিয়ালের নানা উত্থান-পতন আর ইতিহাসের সাক্ষী রামোস যাওয়ার আগে জানালেন, একদিন আবার রিয়ালে ফিরে আসবেন। বিদায়টা খুব বেশি সুন্দরভাবে না হলেও বিদায় বেলায় ধন্যবাদ জানিয়েছেন প্রিয় ক্লাবকে। চোখের পানি মুছতে মুছতে রামোস বলেন, ‘আমি নিশ্চিত একদিন এখানে ফিরে আসবো। রিয়াল মাদ্রিদকে অনেক ধন্যবাদ জানাতে চাই। এই ক্লাবকে সব সময় হৃদয়ে যত্ন করেই রাখবো।’ তিনি যোগ করেন,‘এটা আমার জীবনের অন্যতম কঠিন দিন। আমি বাবার হাত ধরে এই ক্লাবে এসেছিলাম। যখন এসেছি, তখন বাচ্চা ছিলাম। আজকে আমার দারুণ একটা পরিবার আছে। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’

১৬ বছরে রিয়ালের হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও পাঁচটি লা লিগাসহ অসংখ্য শিরোপা জিতেছেন রামোস। ২০১৫ সাল থেকে ছিলেন দলটির অধিনায়কও। প্রতিপক্ষের আক্রমণভাগের বিরুদ্ধে রিয়ালের সবচেয়ে বড় ভরসার নাম ছিল রামোস। চলতি মাসে চুক্তি শেষ হওয়ার পর নতুন চুক্তিতে রিয়াল ও রামোস সম্মত না হওয়ায় ক্লাব ছাড়ছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। বলেছেন, ‘আমার জীবনের অন্যতম সুন্দর অধ্যায় শেষ হয়ে গেল। কিন্তু আমি ভবিষ্যতের জন্য রোমাঞ্চিত। নিজের লেভেলটা দেখানোর জন্য এবং আরও কিছু শিরোপা জেতার দিকে তাকিয়ে আছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন