শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

শুরু হয়েছে বঙ্গবন্ধু ইয়ুথ আর্ট কম্পিটিশন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ১২:০৮ এএম

গতকাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু ইয়ুথ আর্ট কম্পিটিশন। মাসব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ অংশ নেবে। চার বিভাগে নির্বাচিত ১০০টি শিল্পকর্ম প্রদর্শিত হবে ভার্চুয়াল আয়োজনে। ওআইসির ৫৭টি সদস্য রাষ্ট্র ও অন্যান্য দেশের মুসলিম সম্প্রদায়ের ১৮-৩৫ বছর বয়সী মোট ৩৩৫ জন চারুশিল্পী বাংলাদেশ অঞ্চল, এশিয়া অঞ্চল, বিশ্বের অন্যান্য দেশ এই তিনটি অঞ্চল থেকে ৪টি মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। মাধ্যমগুলো হলো: কনটেম্পোরারি আর্ট, ক্যালিওগ্রাফি, ফটোগ্রাফি, গ্রাফিক আর্ট। ছয়টি বিষয়ে শিল্পীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ছবি আঁকার বিষয় হলো: বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ, কোভিড প্যানডেমিক, হিউম্যানিটি ইন রিফিউজি ক্রাইসিস, ইয়ুথ স্প্রিট ইন টেকনোলজি, ইসলামিক আর্ট, ক্লাইমেট চেঞ্জ। বাংলাদেশ থেকে ১২ জন এবং আইসিওয়াইএফ থেকে নির্বাচিত ৭ জন বিচারক প্রদর্শনীর জন্য ১০০টি শিল্পকর্ম নির্বাচন এবং আঞ্চলিক পুরস্কার নির্বাচন করেন। প্রথম পুরস্কার ৫০০ ডলার, দ্বিতীয় পুরস্কার ৩০০ ডলার, তৃতীয় পুরস্কার ২০০ ডলার। প্রদর্শিত ১০০ চিত্রকর্ম থেকে ৪টি বিভাগে একটি করে সেরা চিত্রকর্ম নির্বাচন করা হবে। সেরা চারটি চিত্রকর্ম পুরস্কার হিসেবে পাবে ২ হাজার ৫০০ ডলার করে। তা ছাড়া প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রত্যেককে একটি করে সনদপত্র প্রদান করা হবে। প্রদর্শনীটি ভার্চুয়ালি দেখা যাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ওআইসির ওয়েবসাইট থেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন