বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেটে গোয়াইনঘাটে নির্মম হত্যাকান্ডের শিকার দুই অবুঝ সন্তানসহ মাকে শায়িত করা হলো চিরনিদ্রায়

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৭ জুন, ২০২১, ৯:০৫ পিএম

চিরনিদ্রায় শায়িত হয়েছেন সিলেটের গোয়াইনঘাটে হতাকান্ডের নির্মম শিকার অবুঝ দুই শিশু সন্তান সহ হতভাগী অন্তঃসত্ত্বা আলেয়া বেগম। আজ বৃহস্পতিবার বাদ আছর পিত্রালয় উপজেলার রামনগর গ্রামের একটি মাঠে জানাযার নামাজ শেষে গ্রামের কবরস্থানে (মা, ছেলে ও মেয়ের) দাফন সম্পন্ন হয় তাদের। জানযার নামাজে এলাকার শতশত মানুষ অংশ নেন।

এর আগে আজ পুলিশ নিহত তিনজনের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে তাদের। উল্লেখ্য, গত বুধবার রাতে গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামে ঘরের ভেতর কুপিয়ে হত্যা করা হয় তিনজনকে। নিহতরা হলেন- দিনমজুর হিফজুরের স্ত্রী আলেয়া বেগম (৩০) ও দুই শিশু সন্তান মিজান (১০) এবং তানিশা (৩)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Dadhack ১৭ জুন, ২০২১, ১০:২১ পিএম says : 0
কোরআনের আইন দিয়ে দেশ চলে তাহলে এইসব পৈচাশিক কর্মকাণ্ডের কেউ শিকার হতো না...কোন যদি বাংলাদেশের মুসলিমরা ঘুমিয়ে থাকে তবে আরো বেশি পৈচাশিক কর্মকাণ্ড শিকার হতে হবে.
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন