শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

সিঙ্গাইর আ’লীগ নেতার জামিন বহাল

প্রধানমন্ত্রীকে কটূক্তি মামলা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ১২:০৭ এএম

প্রধানমন্ত্রীকে কটোক্তি মামলায় মানিকগঞ্জ সিঙ্গাইর উপজেলা আওয়ামীলীগ নেতা অলি আহমেদ মোল্লা (৫০) জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর আগে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছিলো। সরকারপক্ষ জামিন বাতিলের আবেদন জানালে শুনানি শেষে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগীয় বেঞ্চ হাইকোর্টের আদেশ বহাল রাখেন। আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি এটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

তিনি জানান, গত ২১ এপ্রিল সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের দফতর সম্পাদক মো. টিপু সুলতান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে অলি আহমদের বিরুদ্ধে মামলা করেন। এজাহারে বলা হয়, নিজের ফেসবুকে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী ও সরকারবিরোধী বিভিন্ন অপপ্রচার শেয়ার করতেন অলি আহমেদ। তিনি হেফাজতে ইসলামের সরকারবিরোধী বিভিন্ন পোস্টগুলো শেয়ার দিতেন।
মামলার প্রেক্ষিতে ওইদিন রাতেই তাকে গ্রেফতার করা হয়। এ মামলায় গত ৮ জুন হাইকোর্ট তাকে জামিন দেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন