বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শণিবার থেকে দক্ষিণাঞ্চলে সিমিত পর্র্যায়ে সোনোফার্ম-এ ভেকসিন প্রয়োগ শুরু

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ৫:২৭ পিএম

দক্ষিণাঞ্চলের ৬ জেলার জন্য করেনা প্রতিষেধক টিকার দ্বিতীয় পর্যায়ে প্রয়োগ শুরু হচ্ছে শণিবার থেকে। এলক্ষে ৭৬ হাজার ৪শ ভেকসিন ইতোমধ্যে বরিশাল সহ দক্ষিণাঞ্চলের ৬ জেলায় পৌছে গেছে। তবে এবার জেলা সদরের বাইরে কোন কেন্দ্রে ভেকসিন প্রয়োগের ব্যবস্থা থাকছে না। ইতোপূর্বে গত ৭ ফেব্রুয়ারী থেকে প্রথম পর্যায়ে দক্ষিণাঞ্চলে করোনা প্রতিষেধক ভেকসিন প্রয়োগ শুরু হলে ২ লাখ ৫০ হাজার ৩০৩ জন তার প্রথম ডোজ গ্রহন করলেও দ্বিতীয় ডোজ গ্রহনের সুযোগ পান ১ লাখ ৭৯ হাজারের মত মানুষ। প্রথম ডোজ গ্রহনকারী অবশিষ্ট ৭১ হাজার মানুষ এখনো দ্বিতীয় ডোজ গ্রহনের সুযোগ পাননি। ভারত থেকে ভেকসিন প্রাপ্তির পরে কবে প্রথম ডোজ গ্রহনকারী অবশিষ্টরা দ্বিতীয় ডোজ গ্রহন করতে পারবেন, তা বলতে পারছেন না বিভাগীয় স্বাস্থ্য প্রশাসনের কেউ।

তবে সিমিত পরিমান চীনা সিনোফার্ম-এর টিকা আসায় এবার দক্ষিণাঞ্চলের শুধু ৬টি জেলা সদরেই এ টিকা প্রদান করা হচ্ছে। পাশাপাশি কারা এ ভেকসিন পাবেন স্বাস্থ্য অধিদপ্তর থেকে তাও নির্ধারন করে দেয়া হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় পর্যায়ে চীনা ভেকসিন প্রয়োগের ফলে দক্ষিণাঞ্চলের প্রায় ১ কোটি জনগোষ্ঠীর মাত্র ২.৫০ ভাগ ভেকসিন সুবিধার আওতায় আসার সম্ভবনা রয়েছে। তবে প্রথম ডোজ গ্রহনকারীদের মধ্যে যে প্রায় ৭১ হাজার অবশিষ্ট রয়েছে, তাদের দ্বিতীয় ডোজ প্রদান করলে ৩ভাগ এ সুবিধর আওতায় আসবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, দক্ষিণাঞ্চলে ১৮ জুন পর্যন্ত ১৬ হাজার ১৫৫ জন কোভিড-১৯’এ আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ১৯৩ জনের।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন