শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লালপুরে আবারো ইমো প্রতারণা চক্রের ৬ সদস্য আটক

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ জুন, ২০২১, ৬:১৮ পিএম

আবারো নাটোরের লালপুরে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইমো প্রতারণা মাধ্যমে প্রবাসে বসবাসকারী বাংলাদেশীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৬ সদস্য কে আটক করেছে লালপুর থানা পুলিশ। আটককৃতরা হলো- রাজশাহী জেলার বাঘা উপজেলার চন্ডিপুর গ্রামের শুকচান মিয়ার ছেলে মাজেদুল ইসলাম (২৪), বানিয়াপাড়া গ্রামের শাহাদুল ইসলামের ছেলে জিসান আহম্মেদ (১৬), লালপুর উপজেলার রামপাড়া এলাকার মানিক উদ্দিনের ছেলে সোহাগ আলী (১৯), জিন্নাত আলীর ছেলে সামিরুল ইসলাম ওরফে সামি (২১), নওপাড়া এলাকার হুরমত আলীর ছেলে সেলিম রেজা (২১) ও বিলমাড়িয়া এলাকার আনারুল ইসলামের ছেলে শান্ত (২২)।
শুক্রবার (১৮ জুন) ভোর সাড়ে ৩টার দিকে লালপুর থানার এসআই কৃষ্ণ মোহন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চকসেরপাড়া গ্রামস্থ মঞ্জিলপুকুর উচ্চ বিদ্যালয়েরে পূর্ব পাশের বারান্দা হতে তাদের আটক করে।

লালপুর থানার এসআই কৃষ্ণ মোহন সরকার জানান,‘লালপুরের বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়ন বর্তমানে ইমো প্রতারক চক্র খ্যাত এলাকা হিসেবে পরিচিত হয়েছে। এই চক্রটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে ইমো ব্যবহার করে তাতে পর্ণো ছবি ও ভিডিও সংরক্ষণ করে তা দিয়ে দীর্ঘদিন যাবত প্রবাসে বসবাসকারী বাংলাদেশীদের সঙ্গে প্রতারণা করে তাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিতো।
এ বিষয়ে নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সহার নির্দেশনায় ও লালপুর থানা ওসি ফজলুর রহমানের সার্বিক সহযোগিতায় আজ ভোর রাতে অভিযান চালিয়ে এই চক্রের ৬ সক্রিয় সদস্য কে আটক করা হয়েছে। এসময় নগদ ২ হাজার ৪শত টাকাসহ তাদের ব্যবহৃত ১৪টি মোবাইল ফোন ও ৫টি সিমকার্ড জব্দ করা হয়েছে।পরে বিকেলে তাদের কারাগারে প্রেরণ করা হয়।’

লালপুর থানার ওসি ফজলুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান,‘আটককৃতদের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগ্রাফী নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।’

উল্লেখ্য,‘এর আগে গত ২৭ ফেব্রুয়ারি ভোরে লালপুর থানা পুলিশের পক্ষ থেকে প্রথম এই ইমো প্রতারক চক্রকে ধরতে এসআই কৃষ্ণ মোহন সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দুড়দুড়িয়া ইউপির নওপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্য আরিফ (১৯) ও চঞ্চল (১৮) নামের ২ জন কে আটক করে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন