বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘নদী ভাঙনের সমস্যা নিরসন হবে’

পটুয়াখালী জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ১২:০১ এএম

বর্তমান সরকার ব-দ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছে দক্ষিণাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই। ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন হলে নদী ভাঙনের সমস্যা থাকবে না। গতকাল সকালে গলাচিপা লঞ্চঘাট পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী একথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলেই দেশের উন্নয়ন হয়। কোন ষড়যন্ত্রই দেশের উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে পারবে না। এসময় উপস্থিত ছিলেন-পটুয়াখালী-৩ আসনের এমপি এসএম শাহজাদা, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, প্রকল্প প্রধান (ড্রেজিং) মু. আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা টিটো, উপজেলা চেয়ারম্যান মোহম্মদ শাহিন। এরপর প্রতিমন্ত্রী কোস্টগার্ডের নৌযানে করে উপজেলার বোয়ালিয় স্লুইজগেট, স্পিডবোট ঘাট, পানপাট্টি লঞ্চঘাট, বদনাতলী লঞ্চঘাট পরিদর্শন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন