বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনায় রেকর্ড : সাতক্ষীরা মেডিকেলে এক রাতে ৯ জনের মৃত্যু

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২১, ১২:৩৪ পিএম

করোনায়  সাতক্ষীরায় মৃত্যুর হার বেড়েই চলেছে। মেডিকেল কলেজ হাসপাতালে  এক রাতে  ৯ জনের মৃত্যুতে রেকর্ড হয়েছে।
 এদের মধ্যে একজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। অন্যরা মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
শনিবার (১৯ জুন) সকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের একজন দায়িত্বশীল কর্মকর্তা ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তাদের নাম -ঠিকানা জানিয়েছেন। এরা হলেন- করোনায় মৃত সাতক্ষীরার কলারোয়া উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী আছিয়া খাতুন (৬০)। করোনার উপসর্গে মারা গেছেন- তালা উপজেলার উঠালি গ্রামের ইব্রাহিমের ছেলে হায়দার আলি (৬০), সদর উপজেলার ব্যংদহা গ্রামের বলয় ঠাকুরের ছেলে গণেশ ঠাকুর (৭০), কলারোয়ার চন্দনপুর গ্রামের জগদল কুমারের ছেলে দেবকুমার (৪৫), যশোরের কেশবপুর থানার আকন্দা গ্রামের সেরেস উল্লাহর ছেলে আব্দুল ওহাব (৮০), সদর উপজেলার ধুলিহর গ্রামের ইউসুফ আলির স্ত্রী মোসলেমা খাতুন (৩০), একই গ্রামের আখের আলির স্ত্রী মোমেনা খাতিন (৬০), কালিগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের আব্দুল গণির স্ত্রী রিজিয়া খাতুন (৫২) ও শ্যামনগর উপজেলার শংকরকাটি গ্রামের মুনসুর গাজীর স্ত্রী মরিয়ম গাজী (৪৮)।
শুক্রবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে এরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এনিয়ে সাতক্ষীরায় এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ৬২ জন। আর করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২৭৩ জন।
এদিকে, সাতক্ষীরায় টানা তৃতীয় সপ্তাহের কঠোর লকডাউন চলছে। এরমধ্যেও করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে।
 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন