বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নতুন পরিকল্পনা আবহাওয়া পরিবর্তন মোকাবেলায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ জুন, ২০২১, ১২:০১ এএম

আবহাওয়াপরিবর্তন মোকাবেলায় চলমান বিনিয়োগ বৃদ্ধিতে নতুন পরিকল্পনা প্রণয়ন করেছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক (বিওজে)। এটি কেন্দ্রীয় পর্যায়ের ব্যাংকগুলোর জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। এ পরিকল্পনার পাশাপাশি করোনার কারণে যেসব ব্যবসা খাত ক্ষতির সম্মুখীন হয়েছে, তাদের ঋণ প্রদান, অর্থনীতির পুনরুদ্ধারসহ সার্বিক উন্নয়নে যে বিশাল প্রণোদনা প্যাকেজ দিয়ে আসছিল, সেটিও চলমান থাকবে বলে জানা গেছে। জাপানের কেন্দ্রীয় ব্যাংক জানায়, চলতি বছরের শেষ নাগাদ আবহাওয়াপরিবর্তন রোধে যে নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে, সেটি প্রকাশ করে হবে। সেই সঙ্গে জুলাইয়ে ব্যাংকের নীতিনির্ধারক পর্যায়ের বৈঠকে এ পরিকল্পনার একটি খসড়া উপস্থাপন করা হবে বলেও জানানো হয়। এক বিবৃতিতে ব্যাংক অব জাপান জানায়, আবহাওয়াপরিবর্তনের বিষয়টি দেশের অর্থনীতি, পণ্যের দাম এবং জনগণের আর্থিক অবস্থার ওপর স্বল্প ও দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রভাব ফেলে। বেসরকারি এ খাতগুলোয় যদি সহায়তা দেয়া অব্যাহত রাখা যায়, তবে তা অর্থনীতিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল হতে সাহায্য করবে। এ পরিকল্পনার আওতায় আবহাওয়াপরিবর্তন রোধে যেসব প্রতিষ্ঠান বিভিন্ন কর্মকান্ডে আর্থিক সহায়তা প্রদান করে আসছে, তাদের আরো ঋণ প্রদানের ব্যবস্থা করবে বিওজে। তবে নতুন এ পরিকল্পনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন